উপদেষ্টা আসিফের বাবার নামে ঠিকাদারি লাইসেন্স!

    Advertisements

    অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সম্প্রতি তার এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেনের নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ইস্যু হওয়া একটি ঠিকাদারি লাইসেন্সের কপি তার হাতে এসেছে।

    সায়ের জানান, তিনি লাইসেন্সটি যাচাই করে দেখতে পান, এটি ২০২৫ সালের ১৬ মার্চ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী কর্তৃক ইস্যু করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন।

    Advertisements

    আসিফ মাহমুদ প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন এবং কিছু সময় নিয়ে বিষয়টি যাচাই করার অনুরোধ করেন। পরে তিনি নিশ্চিত করেন, তার পিতার নামে লাইসেন্সটি সত্যিই ইস্যু হয়েছে, তবে বিষয়টি তার অজান্তে ঘটেছে।

    তিনি জানান, স্থানীয় এক ঠিকাদার তার শিক্ষক পিতাকে প্ররোচিত করে এই ঠিকাদারি লাইসেন্স গ্রহণে রাজি করান। তবে আসিফ মাহমুদের দাবি, উক্ত লাইসেন্স ব্যবহার করে এখনও পর্যন্ত কোনো প্রকল্প বা কাজের সাথে যুক্ত হননি তার পিতা।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *