পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা শান্তির বার্তা নাকি চতুর কৌশল

    Advertisements

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে প্রশ্ন উঠছে– পুতিন কি আসলেই শান্তি চান, নাকি কেবলই লোক দেখানো? ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে। সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। এর আগে গত ২০ এপ্রিল খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেন পুতিন।

    এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ৭২ ঘণ্টার জন্য সব সামরিক তৎপরতা বন্ধ থাকবে। মস্কো আশা করে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন, রাশিয়া কোনো পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত। কিন্তু কিয়েভ সরকারের কাছ থেকে এখনও কোনো সাড়া পাইনি।

    ইউক্রেন পাল্টা প্রশ্ন তুলেছে, রাশিয়া যদি সত্যিই শান্তি চায়, তাহলে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করছে না কেন? ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়া যদি শান্তিই চায়, তাহলে এখনই গোলাগুলি থামাতে হবে। ৮ তারিখ পর্যন্ত অপেক্ষা কেন?’ এ সময় তিনি অন্তত ৩০ দিনের একটি পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানান।

    Advertisements

    বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইউক্রেনে এমন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি দিয়ে রুশ প্রেসিডেন্ট আসলে কী চাচ্ছেন? তাঁর পরিকল্পনা কি সত্যিই এই সংঘাতের অবসান, নাকি কেবলই মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করতে চান তিনি?

    সমালোচকরা বলছেন, এটি নিছকই পিআর (প্রচারণা) কৌশল। এর আগের ইস্টার ট্রুসের সময়ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিজেদের ঘোষিত যুদ্ধবিরতি তারা নিজেরাই ভেঙেছে। ইউরোপীয়দের অভিযোগ, মূলত ৩০ ঘণ্টার ওই বিরতিকে ব্যবহার করে রাশিয়া যুক্তরাষ্ট্রকে এমন বার্তা পাঠাতে চেয়েছে, ইউক্রেন নয়, রাশিয়াই এই যুদ্ধের একমাত্র শান্তিপ্রিয় পক্ষ।

    এএফপি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী একে অপরের দিকে কয়েক ডজন ড্রোন গুলি চালিয়েছে। এতে ইউক্রেনে ১২ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে দু’জন মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পুতিনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণার পরই এ হামলার ঘটনা ঘটল।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *