কেন আজারবাইজানের সঙ্গে ‘কানেক্টিভিটি’ বাড়াতে আগ্রহ বাংলাদেশের

    Advertisements

    আজারবাইজানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ মধ্য এশিয়া ও রাশিয়া অঞ্চলের দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি (যোগাযোগ) বাড়াতে চায়। এরই অংশ হিসেবে, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা, ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক, যেখানে কানেক্টিভিটিকে প্রধান গুরুত্ব দেওয়া হবে। 

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল ২৯ এপ্রিল ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর আজারবাইজানের পক্ষে উপস্থিত থাকবেন ডেপুটি ফরেন মিনিস্টার এলনুর মামাদভ, যিনি ২৭ এপ্রিল রাতে ঢাকায় পৌঁছেছেন।

    Advertisements

    মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফরেন অফিস কনসালটেশনে দুদেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, তবে বাংলাদেশের মূল এজেন্ডা থাকবে কানেক্টিভিটি। বাংলাদেশ আজারবাইজানের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায়, বিশেষ করে মধ্য এশিয়া অঞ্চলে কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে বাণিজ্যসহ সব খাতে সহযোগিতা জোরদার করতে চায়। আজারবাইজানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, আর এ দেশটির সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে পারলে মস্কো কেন্দ্রিক আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও জোরালো হবে।

    সংশ্লিষ্টরা বলছেন, আজারবাইজানের অধিকাংশ বিমান রাশিয়া হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। ঢাকার সঙ্গে বাকুর সরাসরি বিমান যোগাযোগ চালু হলে বাংলাদেশ সহজেই রাশিয়া অঞ্চলের দেশগুলোতে যেতে পারবে, ফলে মধ্যপ্রাচ্য ঘুরে মস্কোয় যাতায়াতের প্রয়োজন হবে না। আজারবাইজানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা-বাণিজ্য যেমন বাড়বে, তেমনি মানুষের চলাচলও বাড়বে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *